Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

উপজেলা প্রকৌশলীর কার্যালয়

সদর,ময়মনসিংহ।

 

সিটিজেন চার্টার

 

উপজেলা প্রকৌশলীর কার্যাবলীঃ

(1)   তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যানের তত্ত্বাবধানে ও উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে কাজ করিবেন এবং তিনি হস্তান্তরিত বিষয়ে নথি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিকট অনুমোদনের জন্যপেশ করিবেন।

(2)  তিনি উপজেলা পরিষদ এবং সরকার কর্তৃক অর্পিত নির্মাণ, উন্নয়ন, রক্ষনাবেক্ষন এব মেরামত কাজের পরিকল্পনা, প্রাক্কলন প্রণয়নসহ স্কীম প্রস্ত্তত করনের দায়িত্ব পালন করিবেন।

(3)তিনি উপজেলা পরিষদ এবং সরকার কর্তৃক অর্পিত নির্মাণ, উন্নয়ন, রক্ষনাবেক্ষন এবং মেরামত কাজ নিয়মিত তদারকি করিবেন এবং কাজের গুনগতমান নিশ্চিত করিবার লক্ষে যথাযথ পদক্ষেপ গ্রহন করিবেন।

(4)    তিনি উপজেলা পরিষদ এবং সরকার কর্তৃক তাঁহার উপর অর্পিত ক্রয় কার্যক্রম (পাবলিক প্রকিউরমেন্ট) পাবলিক প্রকিউরমেন্ট আইন এবং বিধিমালা অনুযায়ী সম্পন্ন করিবেন।

(5)  তিনি উপজেলা ও ইউনিয়ন পরিষদকে নির্মাণ, উন্নয়ন, , রক্ষনাবেক্ষন মেরামত কাজে কারিগরী পরামর্শ ও সহায়তা দিবেন।

(6)তিনি সংশিস্নষ্ট বিভাগ,সংস্থার সমন্বযে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করিবেন।

(7)  তিনি উপজেলা সড়ক সহ অন্যান্যভৌত অবকাঠামোর ডাটাবেজ প্রণয়ন ও নিয়মিত হালনাগাদ করিবেন।

(8)  তিনি উপজেলার সড়ক সহ অন্যান্যভৌত অবকাঠামোর উন্নয়ন পরিকল্পনা প্রনয়নে উপজেলা পরিষদকে সহায়তা করিবেন এবং উপজেলা পরিকল্পনা বই প্রণয়ন, , রক্ষনাবেক্ষন ও হালনাগাদ করিবেন।

(9)  তিনি উপজেলা পরিষদ অথবা সরকার কর্তৃক অর্পিত প্রাথমিক শিক্ষা উন্নয়ন সম্পর্কিত অবকাঠামো এবং অন্যান্য  অবকাঠামো নির্মাণ, উন্নয়ন এবং , রক্ষনাবেক্ষন কাজ বাস্তবায়ন করিবেন।

            (১০) তিনি উপজেলা ক্ষুদ্র পানি সম্পদ স্কীম যেমন-খাল খনন, বাঁধ,সেচনালা ও পানি অবকাঠামো নির্মাণ ইত্যাদি

       কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্ব পালন করিবেন।

 

(১১) তিনি উপজেলা গ্রোথসেন্টার/হাটবাজার উন্নয়ন , রক্ষনাবেক্ষন ও মেরামতের অর্পিত দায়িত্ব পালন করিবেন।

(১২) তিনি তাঁহার আওতাধীন চলমান নির্মাণ, উন্নয়ন, , রক্ষনাবেক্ষন,মেরামত কাজ বাস্তবায়নের নিয়মিত অগ্রগতি

       প্রতিবেদন উপজেলা পরিষদ এবং সংশিস্নষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করিবেন।

(১৩) তিনি সাইট অর্ডার বই, কাজেরডাইরী ও সাইটের মালামালের হিসাব তদারক করিবেন।

(১৪) তিনি প্রয়োজনীয়ক্ষেত্রে নির্মাণ, , রক্ষনাবেক্ষন ও মেরামত কাজের জন্য মালামাল সংগ্রহ ও সংরক্ষনের ব্যবস্থা গ্রহন করিবেন।

(১৫) তিনি আইন ও বিধি অনুসারে অর্থ ব্যয় করিবেন এবং খরচের যথাযথ হিসাব সংরক্ষণ করিবেন।

(১৬) তিনি ষ্টোর ও মালামাল সংরক্ষণে প্রয়োজনীয় নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহন করিবেন।

(১৭) তিনি যথাসময়ে ষ্টোর এবং মালামালের প্রতিপাদনের জন্য দায়ী থাকিবেন।

(১৮) তিনি তাহার দপ্তরের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার ও প্রয়োগ সম্প্রসারণের সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করিবেন।

(১৯) তিনি সরকার, উপজেলা পরিষদ বা অন্যকোন উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবেন।

 

উপজেলা সহকারী প্রকৌশলীর কার্যাবলীঃ

 

(1)   তিনি উপজেলা প্রকৌশলীর তত্ত্বাবধানে এবং নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করিবেন।

(2)  তিনি উপজেলা প্রকৌশলী কর্তৃক প্রণীত কর্মবন্টন অনুযায়ী অর্পিত সকল দায়িত্ব পালন করিবেন।

(3)  তিনি উপজেলা প্রকৌশলীর উপর অর্পিত উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সকল কর্মকান্ড বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করিবেন।

(4)   তিনি উপজেলা প্রকৌশলীর উপর অর্পিত সকল উন্নয়ন, , রক্ষনাবেক্ষন ও মেরামত সম্পর্কিত সম্পাদিত কাজের বিল পরীক্ষা নিরীক্ষা করিয়া উপজেলা প্রকৌশলীর নিকট উপস্থাপন করিবেন।

(5)  তিনি উপজেলা প্রকৌশলীর নির্দেশনা অনুযায়ী তাঁহার অধীনস্থ কর্মকর্তা/কর্মচারীদের জন্য নির্ধারিত বিভাগীয় প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করিবেন।

(6)  তিনি সরকার, উপজেলা পরিষদ, উপজেলা প্রকৌশলী কিংবা অন্য কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্য যে কোন দাপ্তরিক দায়িত্ব পালন করিবেন।

 

উপসহকারী  প্রকৌশলীর  কার্যাবলীঃ

 

(1)   তিনি উপজেলা প্রকৌশলী এবং উপজেলা সহকারী প্রকৌশলীর তত্ত্বাবধানে এবং নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করিবেন।

(2)  তিনি উপজেলা প্রকৌশলী এবং উপজেলা সহকারী প্রকৌশলী কর্তৃক প্রণীত কর্মবন্টন অনুযায়ী অর্পিত সকল দায়িত্ব পালন করিবেন।

(3)তিনি উপজেলা প্রকৌশলী এবং উপজেলা সহকারী প্রকৌশলী কর্তৃক উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সকল কর্মকান্ড বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করবেন।

(4)   তিনি উপজেলা প্রকৌশলী এবং উপজেলা সহকারী প্রকৌশলীর নির্দেশনা অনুযায়ী সার্ভেয়ার ও কার্যসহকারীদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে নিয়োজিত করিবেন এবং তাঁহাদের কাজ তদারক করিবেন।

(5)  তিনি তাঁহার দায়িত্বাধীন সকল উন্নয়ন মূলক ও , রক্ষনাবেক্ষন কাজের বিল সরেজমিনে যাছাইবাছাই পূর্বক কাজের মাপ সংশিস্নষ্ট মাপবহিতে রেকর্ড করিয়া সেই অনুযায়ী বিল সুপারিশ করিবেন।

(6)তিনি সরকার, উপজেলা পরিষদ, উপজেলা প্রকৌশলী কিংবা অন্যকোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অণ্য যে কোন দাপ্তরিক দায়িত্ব পালন করিবেন।

 

নক্সাকার (উপসহকারী  প্রকৌশলী) কার্যাবলীঃ

 

(1)   তিনি উপজেলা প্রকৌশলী এবং উপজেলা সহকারী প্রকৌশলীর তত্ত্বাবধানে এবং নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করিবেন।

(2)  তিনি সকল ধরনের উন্নয়নমূলক ও , রক্ষনাবেক্ষন কর্মকান্ডের স্কীম প্রণয়নের লক্ষে প্রয়োজনীয় কারিগরী নক্সা প্রস্ত্তত করিবেন।

(3)তিনি উপজেলা প্রকৌশলী এবং উপজেলা সহকারী প্রকৌশলী কর্তৃক প্রণীত কর্মবন্টন অনুযায়ী অর্পিত সকল দায়িত্ব পালন  করিবেন।

(4)   তিনি উপজেলা প্রকৌশলী এবং উপজেলা সহকারী প্রকৌশলীর নির্দেশনা অনুযায়ী সার্ভেয়ার ও কার্যসহকারীদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে নিয়োজিত করিবেন এবং তাঁহাদের কাজ তদারক করিবেন।

(5)  তিনি তাঁহার দায়িত্বাধীন সকল উন্নয়ন মূলক ও  রক্ষনাবেক্ষন কাজের বিল সরেজমিনে যাছাই বাছাইপূর্বক কাজের মাপ সংশিস্নষ্ট মাপবহিতে রেকর্ড করিয়া সেই অনুযায়ী বিল সুপারিশ করিবেন।

(1)   স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সকল কর্মকান্ড বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করিবেন।

 (৭)  তিনি সরকার, উপজেলা পরিষদ, উপজেলা প্রকৌশলী কিংবা অন্য কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্য যে

      কোন দাপ্তরিক দায়িত্ব পালন করিবেন।

 

হিসাব  রক্ষক কার্যাবলীঃ

 

(1)   কর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতাদির বাজেট প্রস্ত্তত করন ও উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন ।

(2)  সকল উন্নয়ন মূলক কর্মকান্ডের নথি পত্র সংরক্ষন ।

(3)উন্নয়ন মূলক প্রকল্পের মাসিক অগ্রগতির প্রতিবেদন প্রস্ত্তত করন।

(4)   সকল উন্নয়ন মূলক প্রকল্পের বিল পরীক্ষান্তে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে উপস্থাপন।

(5)  ক্যশবহি, বিলরেজিষ্টার ও অন্যান্য হিসাব দায়ী রেজিষ্টার্ড সংরক্ষণ।

(6)কর্মকর্তা/কর্মচারীদেরবেতন ভাতাদি ও আনুসাংগিক বিল পরীক্ষান্তে উর্দ্ধতন কর্তৃপক্ষের বরাবরে উপস্থাপন।

(7)  দরপত্র আহবান সংক্রান্ত যাবতীয় নথিপত্র সংরক্ষণ।

(8)  কর্তৃপক্ষ কর্তৃক দেয় যে কোন দাপ্তরিক দায়িত্ব পালন।

 

হিসাব  সহকারী কার্যাবলীঃ

(1)   হিসাব রক্ষকের যাবতীয় দাপ্তরিক কাজ কর্মে সহযোগীতা করন।

(2)  সময়ে সময়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের দেয় যে কোন দাপ্তরিক দায়িত্ব পালন।

 

কমিউনিটি  অর্গানাইজার  দাপ্তরিক কার্যাবলীঃ

 

(1)   অফিসের যাবতীয় আসবাবপত্রের রেজিষ্টার্ড সংরক্ষন করন।

(2)  মটর সাইকেল/বাইসাইকেল এর রেজিষ্টার্ড সংরক্ষন করন।

(3)মহিলা কর্মী(এলসিএস) দ্বারা রাস্তা মেরামত করন কাজ বাস্তবায়নে পরিদর্শন করিবেন ও বিল প্রস্ত্তত করন পূর্বক উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করন।

(4)   মহিলা কর্মী(আরইআরএমপি) দ্বারা রাস্তা মেরামত করন কাজ কাজ বাস্তবায়নে পরিদর্শন করিবেন ও বিল প্রস্ত্তত করন পূর্বক উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করন।

(5)  ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমিতির মাধ্যমে উপকারভোগীদের কাজে সহায়তা করন।

(6)সময়ে সময়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের দেয় যে কোন দাপ্তরিক দায়িত্ব পালন।

 

সার্ভেয়ার এর  দাপ্তরিক কার্যাবলীঃ

 

(1)   সকল উন্নয়ন কাজে সার্ভেকরন পূর্বক উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন করন।

(2)  সময়ে সময়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের দেয় যে কোন দাপ্তরিক দায়িত্ব পালন করন।

 

প্রয়োজনে যোগাযোগঃ    উপজেলা প্রকৌশলী

                            মোবাইলঃ ০১৭০৮-১৬১৪৪৩